সারাদেশ
পুলিশের অভিযানে সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ২

সিদ্ধিরগঞ্জে ৩১০ পুরিয়া হেরোইন সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৪৮০টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. রাজিব হোসেন কুট্টি (৩৮)ও মোঃ রশিদুল (৪২)।
রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল রসুলবাগ মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৩ অক্টোবর) তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতদের তল্লাশি করে রাজিব হোসেন কুট্টির কাছ থেকে ২০০ পুরিয়া হেরোইন এবং রশিদুল এর কাছ থেকে ১১০ পুরিয়া হেরোইন ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং সোমবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।