পাসপোর্ট করতে এসে গ্রেপ্তার হাসিনা

নারায়ণগঞ্জে পাসপোর্ট তৈরি করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন এক রোহিঙ্গা তরুণী। বুধবার (২৭ আগস্ট) দুপুরে ফতুল্লার ভুইগড়স্থ নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তরুণীর নাম হাসিনা (২৯)। সে কক্সবাজারের টেকনাফ থানার দক্ষিন হ্নীলার জালাল আহম্মেদের মেয়ে।
জানা গেছে, হাসিনা দুপুর তিনটার দিকে পাসপোর্টের জন্য নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আসেন। কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্টরা জানতে পারেন, তিনি রোহিঙ্গা। এরপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, দালালের মাধ্যমে এই রোহিঙ্গা তরুণী বাংলাদেশি সেজে পাসপোর্ট তৈরি করে মধ্যপ্রাচ্যের কোন দেশে পালানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এর পেছনে কারা জড়িত, পাসপোর্ট তৈরির কাগজপত্র কারা জোগাড় করে দিলেন, তার অনুসন্ধান করা হচ্ছে। জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।