পবিত্র ঈদ-উল আযহা’কে কেন্দ্র করে জেলা প্রশাসকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পবিত্র ঈদ-উল আযহা'কে কেন্দ্র করে জেলা প্রশাসকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার (Somoysokal) পবিত্র ঈদ-উল আযহা ২০২৫ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা করা হয়।
এসময় প্রস্তুতি সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ পরিচালক মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ র্যাব অফিসের কর্মকর্তা মো. মাসুদ, জেলা বিজিবি কর্মকর্তা মো. মোস্তফা, জেলা আনসার অফিসার ফারজানা আক্তার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা জামাত ইসলামের সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন ও ইসলামি আন্দোলন মহানগর শাখার আমির মুফতি মাসুম বিল্লাহ সহ জেলার বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সরকারি কর্মকর্তা বৃন্দ।