সারাদেশ
নিহত লিয়াকত আলীর পরিবারকে আর্থিক অনুদান আজাদের

আড়াইহাজারে ব্রেন স্ট্রোকে নিহত গোপালদী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলীর পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সোমবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক রাকিবুল ইসলাম লিয়াকত আলীর বাসায় যান।
এসময় তারা লিয়াকত আলীর স্ত্রীর হাতে নগদ ৩ লাখ টাকা অনুদান তুলে দেন এবং যে কোনো প্রয়োজনে নজরুল ইসলাম আজাদ পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
উল্লেখ্য, চলতি বছরের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শেষে বাড়ি ফেরার পথে ব্রেন স্ট্রোকে নিহত হন গোপালদী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী।