নারীদের নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স : ডিসি মাহমুদুল
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, বিভিন্ন কারখানার বর্জ্যে নারায়ণগঞ্জের প্রাণ শীতলক্ষ্যার পানি দূষিত হয়ে গেছে। বিশেষ করে অর্ধশত ডাইং ফ্যাক্টরি পরিশোধন ছাড়াই বিষাক্ত বর্জ্য ফেলছে শীতলক্ষ্যায়। শীতলক্ষ্যাকে দূষণের কবল থেকে বাঁচাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি কারখানাকে চিঠি দেওয়া হয়েছে। ভবিষ্যত প্রজন্মের হাতে সুন্দর বাংলাদেশ তুলে দিতে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে।
সোমবার (৭ আগস্ট) দুপুরে বন্দর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, বীরমুক্তিযোদ্ধা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন।
তিনি বলেন, মেয়েরা বিদ্যালয়ে যাওয়ার পথে বখাটেদের দ্বারা যাতে কোনো রকমের হয়রানীর শিকার না হয় সেদিকে কঠোর দৃষ্টি রাখা হবে। নারীদের নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হক, সহকারী কমিশনার (ভুমি) মনিষা রাণী কর্মকার, বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী কায়সার রিজভী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুদল লতিফ, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, বিএম উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আজিজুর রহমান, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিটিভি জেলা প্রতিনিধি আতাউর রহমান, মদনপুর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান প্রমুখ।