সারাদেশ
নারী ভোটারদের মাঝে মান্নানের নির্দেশে বিএনপির লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে নারী ভোটারদের মাঝে বিএনপির পক্ষে জনমত গড়ে তুলতে লিফলেট বিতরণ করা হয়েছে।
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে ২০ অক্টোবর সোমবার সাদিপুর ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল, সোনারগাঁও উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সুমন মোল্লা, সোনারগাঁও উপজেলা মহিলা দলের নেত্রী রাবিয়া, নিলুফা আক্তারসহ প্রমুখ।