সারাদেশ

নারায়ণগঞ্জে রাস্তার পাশ থেকে অস্ত্র-বোমা উদ্ধার

নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র, গুলি ও দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে র‌্যাব-১১। শনিবার (৪ অক্টোবর) শহরের ১ নম্বর বাবুরাইল এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাৎক্ষণিক র্যাব কাউকে আটক করতে পারেনি।

র‌্যাব-১১ ব্যাটালিয়নের সিপিসি-১ কোম্পানি কমান্ডার মো. আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ১ নম্বর বাবুরাইল এলাকার শেষ মাথায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় একটি বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ এবং কালো স্কচটেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল ‘বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসে। ভোর চারটায় ফতুল্লা স্টেডিয়ামের খালি জায়গায় বোমা নিষ্ক্রিয় করা হয়েছে এবং গুলি ও অস্ত্র সংশ্লিষ্ট থানায় রেফারেন্স করা হয়েছে। কে বা কারা এসব অস্ত্র ও বোমাসদৃশ বস্তু সেখানে ফেলে গেছে, তা জানতে একাধিক টিম মাঠে কাজ করছে।

Leave a Reply

Back to top button