সারাদেশ

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ৯

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ২৭ জন মাদকসেবীকে আটক করেছে জেলা প্রশাসন। এর মধ্যে ১৮ জনকে মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর ও ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন— রাকিব, রাজন, লেবু শেখ, ফারুক, জাহাঙ্গীর, হানিফ, রবিন, লিমন ও সিয়াম। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে চাষাড়া রেলস্টেশনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ৭০–৮০ জনকে আটক করা হয়। যাচাই–বাছাই শেষে ১৮ জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে মুচলেকার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং বাকি ৯ জনকে সাজা প্রদান করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button