সারাদেশ

নারায়ণগঞ্জে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার সচিব

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তিনি এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন আইকনিক কেবল-স্টেইড কদম রসুল সেতু এবং জাইকার সহায়তায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বাস্তবায়িত জালকুড়ি স্যানিটারি ল্যান্ডফিল উন্নয়ন প্রকল্পসহ একাধিক উদ্যোগ ঘুরে দেখেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন টেক্সাস বিশ্ববিদ্যালয়, আরলিংটনের সলিড ওয়েস্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শহীদাত হোসেন। তিনি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতামত প্রদান করেন।
পরিদর্শনকালে সচিব আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ব্যবস্থাপনা, লিচেট ট্রিটমেন্ট, কম্পোস্টিং, এরোবিক ডাইজেশন, বায়োগ্যাস উৎপাদন, প্লাস্টিক দিয়ে সড়ক নির্মাণসহ বিভিন্ন পুনর্ব্যবহারযোগ্য সুযোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দ্রুত বর্ধনশীল নারায়ণগঞ্জে টেকসই উন্নয়নের জন্য আন্তঃবিভাগীয় সমন্বয় প্রয়োজন।
সফরে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ সরকারি কর্মকর্তারা।
পরিদর্শন শেষে সার্কিট হাউজে জেলা প্রশাসক গত আট মাসের সার্বিক কার্যক্রম, বিশেষ করে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি ও গ্রিন আমব্রেলা উদ্যোগ তুলে ধরেন। সচিব এসব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
পরে সার্কিট হাউজ প্রাঙ্গণে একটি নারিকেল গাছ রোপণ করে সচিব ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

Leave a Reply

Back to top button