সারাদেশ
নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ৬২ বিজিবির সহকারী পরিচালক

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেছেন ব্যাটালিয়ন (বিজিবি৬২) এর সহকারী পরিচালক (এডি) মো. জিয়াউর রহমান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) মিশনপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রম এবং আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও স্থানীয় জনসাধারণের সঙ্গে তিনি মতবিনিময় করেন। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির প্রস্তুতির কথাও জানান তিনি।
এসময় নারায়নগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি৬২)-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।