নারায়ণগঞ্জে ককটেল বিস্ফোরণে ৩৯ জনের নামে মামলা
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিলে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১ অক্টোবর) ফতুল্লা মডেল থানায় দায়ের করা এ মামলায় ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
মামলায় ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার মিয়া, সহ-সভাপতি হাজী শহিদুল্লাহ, প্রচার সম্পাদক পিয়াস খন্দকার, সিদ্বিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কাজী মাজেদুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আতা ই রাব্বি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, কুতুবপুর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিঠু সরদার, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার বাদী ফতুল্লা মডেল থানার এসআই সৈয়দ আজিজুল হক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ফতুল্লা থানাধীন ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের রঘুনাথপুরস্থ আজিমুন সান মাদ্রাসাগামী দিকে যাওয়ার রাস্তার মুখে সড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সশস্ত্র অবস্থায় হাতে মশাল, লোহার রড, হকিষ্টি, চাপাতি, ককটেল ইত্যাদি অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা ও রাস্তায় চলাচলরত জনসাধারনের বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে ক্ষতিসাধন করে।এজাহারনামীয় আসামী সহ অজ্ঞাত আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লাল কসটেপ মোড়ানো ২টি বিস্ফোরিত ককটেল, ১০টি বাশের লাঠি, ৩টি লোহার রড ও একটি ছোট আকারের টায়ার পোড়ানো এবং কয়েকটি গাড়ির ভাঙ্গা গ্লাস জব্দ করা হয়।
এদিকে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে এবং বিএনপির নেতাকর্মীদের ভয় দেখাতে, হয়রানি করতে এ মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে দাবি করছেন বিএনপির নেতাকর্মীরা।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু জানান, ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা এমন কোন কর্মসূচি পালন করেনি, হলে অবশ্যই আমি জানতাম। আমাদের নেতাকর্মীদের হয়রানি করার জনই মূলত এই মামলা দায়ের হয়েছে। ইতোপূর্বেও আমাদের বিরুদ্ধে এমন গায়েবী মামলা দায়ের হয়েছে।
মামলার বাদী ও ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিএনপির মিছিলে বিএনপির নেতাকর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে লাল কসটেপ মোড়ানো ২টি বিস্ফোরিত ককটেল, ১০টি বাশের লাঠি, ৩টি লোহার রড ও একটি ছোট আকারের টায়ার পোড়ানো এবং কয়েকটি গাড়ির ভাঙ্গা গ্লাস উদ্ধার করা হয়েছে।