সারাদেশ

ধর্মীয় বা সাংগঠনিক বিধানেই বিভেদ সৃষ্টির সুযোগ নেই: মামুন মাহমুদ

সোনারগাঁয়ে ইউসুফ আলী কল্যান তহবিলের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার (১ অক্টোবর) বারদী আশ্রম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী তুলে দেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

মামুন মাহমুদ এসময় বলেন, কোনো ধর্মীয় বা সাংগঠনিক বিধানেই আপনাদের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করার সুযোগ নাই। বিগত বছরগুলোতে যারা সরকারে ছিলো তারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতো। বলতো পূজায় দাঙ্গা হাঙ্গামা হতে পারে। সারাদেশের কথা বলবো না নারায়ণগঞ্জে কখনো ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি হয় নাই। নারায়ণগঞ্জে কখনো হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি হয় নাই। নারায়ণগঞ্জ হচ্ছে সম্প্রীতির জায়গা।

ইউসুফ আলী কল্যান তহবিলের প্রতিষ্ঠাতা সাংবাদিক ইউসুফের সভাপতিত্বে  প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,  সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ প্রমুখ। 

Leave a Reply

Back to top button