নারায়ণগঞ্জ বারের নির্বাচন ২৮ আগষ্ট

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৮ আগষ্ট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুরে আইনজীবী সমিতি ভবনের নিচতলায় আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।
নির্বাচনের জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপীল বোর্ড গঠন করা হয়েছে।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড. বারী ভূইয়া, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এড. বোরহানউদ্দিন সরকার, এড. আজিজুর রহমান মোল্লা, এড. আবু বক্কর সিদ্দিক, এড. সুমন মিয়া এবং এড. মতিউর রহমান মতিন।
আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন এড. নবী হোসেন, এড. আজিজুল হক হান্টু এবং এড. মনজুরুল হক খান।
এদিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে আইনজীবীরা নির্বাচনকে স্বাগত জানিয়ে বার্ষিক সাধারণ সভা শেষ করেন। অপরদিকে আইনজীবীর একটি একাংশ নির্বাচন কমিশন পরিবর্তনের দাবীতে সংবাদ সম্মেলন করেন।