সারাদেশ
নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক বন্দরের

নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সুতার গদিতে চাকুরিরত আলিফ (২৮) নিহত হয়েছেন। নিহত আলিফ বন্দর থানার খানবাড়ী দিঘিরপাড়ের মোল্লাবাড়ী এলাকার খোকন মিয়ার ছেলে ও এক সন্তানের জনক।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় মাধবদী থানার পাঁচদনা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের চাচা কিবরিয়া (৩৮) মারাত্মকভাবে জখম হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছেন।
সোমবার (২৭ অক্টোবর) সকালে আলিফের নামাজের জানাজা শেষে তাকে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
এলাকাবাসী জানায়, আলিফ শহরের একটি সুতার গদিতে দীর্ঘদিন ধরে চাকুরি করছিলেন। রোববার সন্ধ্যায় সুতা বিক্রি শেষে বাড়ি ফেরার পথে মাধবদী থানার পাঁচদনা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার চাচা কিবরিয়া একই সময় মারাত্মকভাবে আহত হন।

