ধানের শীষে ভোট চাইলেন সাদরিল

সোনারগাঁয়ে ধানের শীষে ভোট চেয়ে গনসংযোগ ও বিএনপির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে লিফলেট বিতরণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্ম্দ গিয়াসউদ্দিনের নির্দেশনায় ১৭ সেপ্টেম্বর মোগড়াপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গিয়ে জনগণের সাথে হাত মেলান, খোঁজখবর নেন, এবং ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
গনসংযোগকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাদরিলের সঙ্গে কথা বলেন এবং আগামী নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় সাদরিলও আগামী নির্বাচনে দল যাকে নমিনেশন দিবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে ও বিজয় সুনিশ্চিত করতে আহ্বান জানান।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজগর, যুবদল নেতা বাবুল, জহির, রনি, আব্দুল হক, মামুন, তাজউদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।