সারাদেশ

দ্বিতীয় দিনে হুমায়ুন-আনোয়ার প্যানেলের জমজমাট প্রচারণা

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ সালের নির্বাচনে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর ও অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধানের প্যানেলের দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণায় আইনজীবীদের স্লোগানে স্লোগানে মুখরিত আদালতপাড়া। 

রোববার (১৭ আগস্ট) দুপুর দেড়টায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপি পন্থী আইনজীবীরা মিছিল সহকারে প্যানেলের পক্ষে ভোট প্রার্থণা করেন। এসময় আইনজীবীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে আদালতপাড়া।

এসময় আরও উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ও সিনিয়র আইনজীবী এড. আবুল কালাম আজাদ বিশ্বাস।

আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট কাজী আব্দুল গাফ্ফার, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন, এবং কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট শাহাজাদা দেওয়ান।

অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন: আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক পদে অ্যাডভোকেট রাজিব মন্ডল, এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাডভোকেট মামুন মাহমুদ। কার্যকরী সদস্যের পাঁচটি পদের জন্য মনোনীত হয়েছেন অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট ফাতেমা আক্তার সুইটি, অ্যাডভোকেট তেহসিন হাসান দিপু, অ্যাডভোকেট দেওয়ান আশরাফুল ইসলাম এবং অ্যাডভোকেট আবু রায়হান।

উল্লেখ্য, আগামী ২৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ সালের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার তিন প্যানেলের ১৭ পদে লড়বেন ৫০ প্রার্থী।

Leave a Reply

Back to top button