বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সার্পোট চাইলেন বিসিবি পরিচালক টিটু
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু বলেন, দল হেরে যায় জনগন নিজের মনে ভাব প্রকাশের জন্য যে কোন মাধ্যমে বিভিন্ন কথা বলে। আবার দেশ ভালো পার্ফম্যান্স করলে এই জনগনই দলের খেলোয়ারদের মাথায় তুলে রাখে। দর্শকরা ভালো খারাপ দুটোই বলবে, এটাই বাস্তবতা। আমরা ভালো খেললে আমাদের ভালো বলবে, খারাপ খেললে খারাপ বলবে।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নীট কনসার্ন মাস্টার ক্রিকেটের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
টিটু বলেন, খেলোয়ারদের ফ্রম থাকে আবার অফ-ফ্রমও থাকে। একটি খেলোয়ার যখন অফ-ফ্রমে থাকে তখন তার সার্পোটের বেশি দরকার হয়। আমরা যদি তাদের সেই সময় সাপোর্ট করি তাহলে তারা আবারো মাঠে ভালো পার্ফম্যান্স করবে। সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাই আমাদের বাংলাদেশের খেলোয়াদের জন্য সার্পোট করবেন। তাদের সাথে থাকবেন। সামনে বিশ্বকাপ আছে, আমরা এই সিরিজ থেকেই যেন ভালো মনোভাব নিয়ে যেন বিশ্বকাপে যেতে পারি।