সারাদেশ

দল যাকে মনোনয়ন দেবে তার জন্য কাজ করবো: গিয়াসউদ্দিন

বিএনপিতে ভালো মানুষের পরিবর্তন আনতে চাই। খারাপ যারা আছে তাদেরকে বিতাড়িত করবো। ভালো মানুষ দিয়ে সোনারগাঁয়ে সংগঠন করতে চাই-মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

তিনি বলেন, যারা আজকে নেতৃত্বে আছে আমি তাদের বিরুদ্ধে না; আমি তাদের পক্ষে। যারা ভালো মানুষ আমি তাদেরকে সম্মান করি। তাদের নেতৃত্বের বিকাশের ক্ষেত্রে যতটুকু ভুমিকা রাখা দরকার আমি করবো। কিন্তু কেউ যদি অসৎ থেকে থাকে তার বিরুদ্ধে আমার যুদ্ধ হবে। খারাপ মানুষ নেতৃত্বে থাকতে পারবে না। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোনারগাঁ পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী আলোচনা সভায় এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন আরও বলেন, আমরা যারা বিএনপি করি সবাই এক্যৈর বন্ধনে আবদ্ধ থাকবো; কেউ কারো বিরুদ্ধে কথা বলবো না।  নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপির মনোনিত প্রার্থীকে বিজয়ী করার জন্য আমি কাজ করে যাচ্ছি। আপনারাও তাদের জন্য কাজ করবেন। যাকে দল থেকে মনোনয়ন দেওয়া হবে তার জন্য কাজ করবো। তাকে বিজয়ী করে সরকার গঠন করার চেষ্টা করবো। তারেক রহমান যেনো আগামীতে নেতৃত্ব দিতে পারে সেজন্য কাজ করবো। আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চেয়ে গেলাম। 

সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাসিরউদ্দিন, বিএনপি নেতা শফিকুল ইসলাম নয়ন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাজী এনামুল হক রবিন, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মামুন অর রশিদ পাপ্পু প্রমুখ।

 

Leave a Reply

Back to top button