তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে সাদরিলের গণসংযোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল।
বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের পক্ষে সোমবার (৬ অক্টোবর) সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে তিনি এ গণসংযোগ করেন।
এ সময় তিনি বিভিন্ন হাট-বাজারে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন এবং দলীয় কর্মীদের সঙ্গে আলোচনায় অংশ নেন। গণসংযোগ চলাকালে গোলাম মুহাম্মাদ সাদরিল এলাকার মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি তিনি দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার সারমর্ম উপস্থিত জনতার সামনে তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম আশরাফ প্রধান, সাবেক যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, শরিফ ভূঁইয়া, শফুর উদ্দিন, দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন, আবু তাহের, তরিকুল ভূঁইয়া প্রমুখ।