জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে দোকান মালিককে কারাদণ্ড

নারায়ণগঞ্জের চাষাঢ়া সমবায় মার্কেটের একটি অবৈধ সার্টিফিকেট ও আইডি কার্ড তৈরির দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় জাল সনদ বানানোর অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে ২০ দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় চাষাঢ়া সমবায় মার্কেটের চতুর্থ তলায় স্কাইনেট আইটি নামে একটি কম্পিউটারের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের র্যাব-১১ এবং সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এখানে অবৈধ সনদ তৈরির অভিযোগ পেয়েছিলাম। পরে দোকানটিতে এসে জাল সার্টিফিকেট তৈরি করার উপযুক্ত প্রমাণ হাতেনাতে ধরতে সক্ষম হই।
তিনি আরও বলেন, এ ঘটনায় স্কাইনেট আইটির মালিক আব্দুল্লাহ আল মামুনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।