সারাদেশ

জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারের উদ্যোগ রনির

ফতুল্লা ডিএনডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রহমান রনি। ব্যক্তিগত উদ্যোগে ২৪ ঘণ্টার মধ্যে ভেকু লাগিয়ে খাল পরিষ্কারের উদ্যোগ নেন যুবদলের এ নেতা।

শনিবার (৯ আগষ্ট) লালপুরে পানি নিষ্কাশনের বিভিন্ন খাল পরিদর্শন শেষে তিনি এ উদ্যোগ নেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, দুর্ভোগের খবর পেয়ে তাৎক্ষণিক ভেকু লাগিয়ে খাল পরিষ্কার এর উদ্যোগ নিয়েছি। আশা করি দুর্ভোগের শিকার সাধারণ মানুষ জলাবদ্ধতার এই দুর্দশা থেকে রক্ষা পাবে।

তিনি আরও জানান, বিগত দিনে এই জলাবদ্ধতা নিয়ে প্রায় ১৭টি বছর রাজনীতি করেছে সাবেক সরকারের বিভিন্ন এমপি চেয়ারম্যান মেম্বাররা, ফলশ্রুতিতে জলাবদ্ধতার কোন স্থায়ী সমাধান হয়নি, এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে হলে জনাবতার কারণ নির্ণয় করে সমাধানের সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। না হয় কিছুদিন পরপরই এ জলাবদ্ধতা দেখা দেবে। ডিএনডি এলাকার প্রায় ১০ লাখ মানুষের এই জলাবদ্ধতার সমস্যা সমাধানে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সাথে কথা বলে সমন্বয় করব।

Leave a Reply

Back to top button