সারাদেশ

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি: মামুন মাহমুদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার প্রচারণার অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় দিনের মতো এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম শেষ হয়। আয়োজিত এ ক্যাম্পে দুই দিনে ২,৫০০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, এ ধরনের ক্যাম্প করে আমরা দলের পক্ষ থেকে মানুষের সেবা করতে চাই। বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই, তারপরও জনগণের দোরগোড়ায় আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি। আমরা ভোগের রাজনীতি না, ত্যাগের রাজনীতি করতে চাই।

তিনি আরও বলেন, বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আমাদের এই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখানে যারা চিকিৎসা নিয়েছেন, তাদের প্রত্যেকের জন্য এক সপ্তাহের ওষুধ বিনা মূল্যে সরবরাহ করা হয়েছে। আশা করি, এ ধরনের সামাজিক কার্যক্রমের মাধ্যমে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে।

Leave a Reply

Back to top button