চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল স্বেচ্ছাসেবক দল নেতার

আড়াইহাজারে অটোরিকশা চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজ মিয়ার ছেলে ইমন মিয়ার (২২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইমন ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকার সিরাজ মিয়ার ছেলে এবং ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।
এর আগে, গত রোববার রাতে আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী চৌরাস্তায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই রাতে আনুমানিক ৯টার দিকে মারুয়াদী চৌরাস্তায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয় বলে খবর পেয়ে ইমন ও তার সঙ্গীরা সন্দেহভাজন চোর মো. ইমরানকে (৩২) আটকানোর চেষ্টা করেন। এসময় ইমরানসহ তার পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের সঙ্গে ইমনদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ইমরানের প্রতিবেশী মো. গোলাম মোর্শেদ (১৮) ইমনকে ছুরিকাঘাত করেন। এতে ইমন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ইমনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।