সারাদেশ

‘চাঁদাবাজদের চিহিৃত করে শাস্তির ব্যবস্থা করতে হবে’

নারায়ণগঞ্জ- ৪ আস‌নের সা‌বেক সাংসদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বীর মু‌ক্তি‌যোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সোনারগাঁয়ে খারাপ মানুষের কদর বেশি ছিলো। খারাপ মানুষ নেতৃত্ব দিতো এগুলো পরিবর্তন করতে হবে। ভালো যোগ্য মানুষদের নেতৃত্ব প্রত্যেকটি ক্ষেত্রে তৈরি করতে হবে। সৎ মানুষের জায়গা তৈরি করে দিতে হবে। অসৎ মানুষদের পরিত্যাগ করে দিতে হবে। অসৎ মানুষ দিয়ে কখনো ভালো কাজ হয় না। সমাজের উন্নয়ন করা যায় না। 

সোমবার (২৫ আগষ্ট) বিকালে সোনারগাঁ উপজেলা বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ৫ আগষ্টের পরে আমাদের দলে অনেকে লুটতরাজ-জায়গা দখল ও শিল্প কলকারখানায় ব্যবসা বানিজ্য দখল করেছে। যার জন্য দলের বদনাম হচ্ছে। বদনামের জন্য আমরা মুখ দেখাতে পারছি না। এদেরকে চিহিৃত করে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। যত বড় নেতা হোক যদি চরিত্রবান না হয় তাকে দলে ও নেতৃত্বেও রাখা যাবে না। দলকে আমাদের বাঁচাতে হবে ও দলকে সুসংগঠিত করতে হবে। 

সোনারগাঁয়ের এমপি প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, চেষ্টা করা তো অন্যায় না। আল্লাহ যাকে পচ্ছন্দ করবে তাকে দিবে; আমাদের হিংসা করে লাভ কি? কারো বিরুদ্ধে কথা বলে লাভ কি? আমরা চেষ্টা করছি ধানের শীষের জন্য। আগামীতে যে নির্বাচন হবে ধানের শীষে ভোট দিবেন। আমরা ধানের শীষের জন্য রাজনীতি করছি ও ধানের শীষের জন্য ভোটও চাচ্ছি। কাজেই একজন আরেকজনের বিরুদ্ধে যাবেন না। 

ভাইয়ের রাজনীতি করা যাবে না উল্লেখ করে গিয়াসউদ্দিন বলেন, বর্তমানে বিএনপির যারা নেতৃত্বে আছে তারা পকেট কমিটির মাধ্যমে হয়েছে। ইনশাল্লাহ বিএনপি যখন পূর্নগঠিত হবে যারা যোগ্য তাদেরকে স্থান করে দেওয়া হবে। যারা যোগ্য না তাদের স্থান থাকবে না। কোনো ভাইয়ের রাজনীতি করা যাবে না, বিএনপির রাজনীতি করতে হবে। সোনারগাঁয়ের প্রত্যেকটি কমিটি আবার পূর্নগঠিত করা হবে। 

বৈদ্যেরবাজার ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রবিউল হাসানের সার্বিক তত্ত্বাবধায়নের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল। 

আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহীদুর রহমান সপন, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান, থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরকার, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেনসহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

Leave a Reply

Back to top button