সারাদেশ

ঘরে নবদম্পতির ঝুলন্ত লাশ

পারিবারিক কলহের জেরে বন্দরে গলায় ফাঁস লাগিয়ে স্বামী-স্ত্রী’ আত্মহত্যা করেছে। সোমবার (১৭ অক্টোবর) রাত দশটার দিকে বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের র‍্যালি আবাসিক এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতেরা হলেন- পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার আবুল হোসেনের সৌদি ফেরত ছেলে কাওসার (৩২) ও তাঁর স্ত্রী শরীয়তপুর জেলার চর আন্দির চর চান্দের বাজার এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে ঝর্ণা আক্তার (১৮)।
সোমবার ১৬ অক্টোবর রাত ৯ টায় থানার ২২নং ওয়ার্ডের র্যালী আবাসিক এলাকার হুমায়ুন আজাদ মিয়ার ৫ তলা ভবনের ৪ তলায় ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার এ ঘটনাটি ঘটে বলে প্রাথমিক ভাবে জানা যায়।

পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানায়, সৌদি থাকা অবস্থায় কাওসারের সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় ঝর্নার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেশে ফিরে এক মাসও হয়নি ঝর্নাকে পরিবারের সম্মতিতে বিয়ে করেন কাওসার। কাওসার এর আগে বিয়ে করেছিলেন, সেই পরিবারে তার একটি সন্তান রয়েছে সেটি তিনি বিয়ের আগে গোপন করেছিলেন। পূর্বের বিয়ে ও সংসার নিয়ে ঝর্না ও কাওসারের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিদর্শক রেজাউল করিম জানান, সোমবার রাতেও একই কারণে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ঝর্ণা রাগ করে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। স্ত্রীকে ঝুলতে দেখে কাওসারও অন্য ঘরে ঢুকে একইভাবে আত্মহত্যা করেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

Back to top button