গনভবনে ‘খেলা হবে’
বাংলাদেশের সংসদ সদস্য শামীম ওসমানের একটি রাজনৈতিক স্লোগান ‘খেলা হবে’ এখন তুমুল জনপ্রিয় সবার মুখে। বাংলার গন্ডি পেরিয়ে গোটা দেশে বিভিন্ন রাজনৈতিক দল এই মুহূর্তে ‘খেলা হবে’ স্লোগানকে ব্যবহার করছে।
সম্প্রতি ৬ আগষ্ট গনভবনে প্রধানমন্ত্রীর বর্ধিত সভা পূর্বে অথবা আগে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ‘খেলা হবে’ স্লোগানটি দাবি করেন শামীম ওসমানের কাছে। শামীম ওসমানও হাসিমুখে সে স্লোগানটি ধরেন।এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলছে শামীম ভাই খেলা হবে একটি স্লোগান দেন। তথন শামীম ওসমান বলে তুমি দেও। একপর্যায়ে পলক বলেন আপনি দেন আমি ভিডিও করতাছি। তখন শামীম ওসমান উচ্চস্বরে হাসিমুখে বলেন ‘খেলা হবে’।
এর আগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশে নেতাকর্মী নিয়ে উপস্থিত হন শামীম ওসমান। সেখানে নেতাকর্মীদের চাঙ্গা রাখতে স্লোগান ধরেন খেলা হবে।