সারাদেশ

ক্যাম্পেইন করায় পঞ্চায়েত নেতাদের মাদক ব্যবসায়ীদের হুমকি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগে জান্নাত মহল্লায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী ক্যাম্পেইন করায় পঞ্চায়তের সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দের প্রতি হুমকী দিয়েছে মাদক ব্যবসায়ি ও তাদের সহযোগিরা। 

বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মাদক ব্যবসায়ীরা পঞ্চায়েত সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদের বাসভবনের নিচে গিয়ে তাকে, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন, কার্যকরী সদস্য হাফেজ মোক্তার হোসেনসহ পঞ্চায়েত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালাগাল ও দেখে নেয়ার হুমকি দেয়। এসময় তারা বাসার ফটকে লাথি ও ঢিল ছুঁড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে পঞ্চায়েত সদস্যরা নবাব সলিমুল্লাহ সড়ক অবরোধ করে। পরে সদর মডেল থানা পুলিশের এসআই রক্তিমের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা সড়ক থেকে সড়ে যায়। 

এর আগে মঙ্গলবার রাতে পঞ্চায়েত পরিষদের উদ্যোগে চাষাঢ়া বাগে জান্নাত ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, কিশোর গ্যাং ও ছিচকে চোরদের বিরুদ্ধে মহড়া ও সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হয়। এসময় নেতৃত্ব দেন পঞ্চায়েত সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ।

উপস্থিত ছিলেন সহসভাপতি হাজী সামছুল হক বাচ্চু, যুগ্ম সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন, কার্যকরী সদস্য ভবানী শংকর রায়, বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, রহমত উল্লাহ লিটন, কাজী সালাউদ্দিন টিপু, আনিসুর রহমান, হাফেজ মোক্তার হোসেন, কাজী মাহফুজুর রহমান শোয়েব, আবুল কালাম, মোশারফ হোসেন রনি, সোহাগ হোসেনসহ অনেকে।

পঞ্চায়েত সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা এর আগেও আন্দোলন করেছি। এলাকাবাসী ঐক্যবদ্ধ আছে। কোনো ধরনের হুমকিতে আমরা ভীত নই।

Leave a Reply

Back to top button