সারাদেশ

কাঁচপুর সেতুতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই ট্রাক চালকের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই ট্রাক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে কাঁচপুর সেতুর উপরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন।

নিহতদের মধ্যে একজনের নাম রাকিব। বাকি ১ জনের নাম এখনো জানা যায়নি।

শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন জানান, একটি বিকল ট্রাককে অপর একটি ট্রাক ঢাকার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ডিভাইডারের সাথে আটকে যায়। পরে ট্রাক রেখে ওই দুইজন লোক রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা যানবাহনের চাপায় তাদের মৃত্যু হয়। লাশ দুটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Back to top button