সারাদেশ

কম্প্রেসার বিস্ফোরণে শিশুর পর নানীর মৃত্যু

সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক মাস বয়সী শিশুর মৃত্যুর পর এবার মৃত্যু হলো তাহেরা আক্তার নামে ৫০ বছর বয়সী এক নারীর। এ নিয়ে এই ঘটনায় ২ জন মারা গেলেন।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  চিকিৎসাধীন অবস্থায় নারী মারা যায়।

বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. মো. হারুনুর রশীদ বলেন, ওই নারীর শরীরের প্রায় ৪১ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। শনিবার বিস্ফোরণে দগ্ধ নারী শিশু সহ ৮জন বার্ন ইনস্টিটিউটের এসেছিল।তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তাহেরার একমাস বয়সী নাতি ইমাম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এখনো চিকিৎসাধীন রয়েছেন আরও ৬ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। 

Leave a Reply

Back to top button