সারাদেশ

কথা রাখলেন মশিউর রহমান রনি

কথা দিয়ে কথা রাখলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। গত শনিবার ৯ আগস্ট ফতুল্লা ডিএনডি এলাকায় পরিদর্শনে তিনি কথা দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ খরচে তিনি ভেকু লাগিয়ে খাল পরিষ্কার করবেন।

সেই সুবাধে ১০ আগষ্ট ভেকু লাগিয়ে খাল পরিষ্কারের কার্যক্রম শুরু করা হয়। কাজের অগ্রগতি দেখতে সরেজমিনে পরিদর্শনে আসেন মশিউর রহমান রনি। নিজ অর্থায়নে ভেকু লাগিয়ে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়ায় তিনি এখন প্রশংসায় ভাসছেন।

পরিদর্শন শেষে রনি সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৭ বছরের সমস্যা সমাধান করার চেষ্টা করছি। যারা দীর্ঘ ১৭ বছর কাজের প্রতিশ্রুতি দিয়েছিলো তারা বাস্তবে দেখাতে পারে নাই। আমি গতকালকে পরিদর্শন করে বলে গিয়েছিলাম আগামীকাল থেকে ভেকু লাগিয়ে আমাদের কাজ শুরু হবে। যতক্ষন না পযর্ন্ত গাবতলী, উত্তর মাসদাইর, লালপুর, টাগারপাড়, পৌষাপুকুর পার, বাজার রোড, ইসদাইর ও মাসদাইরে পানি বের না হবে ততক্ষন পযর্ন্ত কাজ চলমান থাকবে। 

Leave a Reply

Back to top button