ঐক্যের ডাক মান্নানের ‘অন্য কেউ যেন মাতবরি করতে না পারে’

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁয়ে যারা প্রার্থী হয়েছে তারা কেউ বিএনপি করেছে আবার ১৬ বছর কেউ বিএনপিতে ছিলো না তারা নতুন করে আসছে। অনেকে কোনো মামলার আসামী না আর আমি ৭০-৮০ মামলার আসামী পার্থক্য এটাই। আমি সকলকে আহ্বান করবো, যারা নির্বাচন করতে চান আসেন আমরা একত্রিত হয়ে দলের জন্য কাজ করি। যাতে অন্য কেউ এসে সোনারগাঁয়ে মাতবরি করতে না পারে। গত ২৬ তারিখ যারা নির্বাচন অফিসে যারা মামলা করেছেন এই বেঈমানি সোনারগাঁয়ের রক্তের সাথে করবেন না। ভালো আপনারা ধানের শীষের নমিনেশন আনবেন আমরা ধানের শীষে নির্বাচন করবো। আমাদের মধ্যে কোনো দ্বিধা থাকবে না।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার প্রতাপের চর এলাকায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সেলিম হক রুমি, পৌরসভা বিএনপি সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম, সনমান্দি ইউনিয়ন সভাপতি শাফিরউদ্দিন মজনু, বৈদ্যেরবাজার ইউনিয়ন সভাপতি তাজুল ইসলাম সরকার, পিরোজপুর ইউনিয়ন সভাপতি মনিরুজ্জামান, সাদিপুর ইউনিয়ন সভাপতি কামরুজ্জামান মাসুম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দীনা প্রমুখ।
এ সময় সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর বিএনপির সভাপতি–সাধারণ সম্পাদকসহ সকল ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।