এ শহরকে আমরা পরিষ্কার রাখতে চাই: ডিসি জাহিদুল

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, যে কোনোভাবেই হোক, এ শহরটাকে আমরা পরিষ্কার রাখতে চাই। পরিষ্কার করতে চাই। শহরের সমস্ত নাগরিকের কাছে অনুরোধ, শহরটাকে বাঁচাতে হলে শহরটা পরিষ্কার করতে হবে। আমরা আপনাদের পাশে আছি। আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব নিতে হবে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে ফতুল্লা বাজার এলাকায় স্থাপিত ডাস্টবিন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় ফতুল্লা ইউনিয়নে বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এ ডাস্টবিন স্থাপন করা হয়। সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে এ ধরনের ১০০টি ডাস্টবিন স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, খাল খননের সময় আমরা প্রায় ৩,৫০০ ট্রাক ময়লা পরিষ্কার করেছি। কিন্তু পরবর্তীতে অনেকেই আবারও খালে ময়লা ফেলতে শুরু করেছেন। মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি, সিটি করপোরেশনের বাইরের প্রতিটি ওয়ার্ডে দুটি করে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে বর্জ্য সংগ্রহের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং সংগ্রাহকদের মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন, ফতুল্লা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) দেবযানি কর, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা প্রেসক্লাব সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।