উপজেলা নির্বাচন: দলীয় সিদ্বান্তকে সম্মান জানিয়ে সরে দাঁড়ালেন এমপির ছেলে
আওয়ামী লীগের দলীয় সিদ্বান্তকে সম্মান জানিয়ে রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা।
তিনি সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী, নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিকের সন্তান গাজী গোলাম মূর্তজা পাপ্পা।আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন তিনি।
৩০ এপ্রিল দুপুরে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুসারে এমপি-মন্ত্রীদের আত্বীয়-স্বজনদের উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ মে রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই ছিলো ২৩ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিলো আজ ৩০ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ হবে আগামীকাল ১ মে।