আল্লাহকে খুশি করার রাজনীতি করি, চাওয়া পাওয়ার না: শামীম ওসমান
আল্লাহকে খুশি করার জন্য রাজনীতি করি, কিছু চাওয়া পাওয়ার জন্য করি না। মানুষ ১৪ বছর ধরে ক্ষমতায় থাকলে কোটি কোটি টাকা কামায়। আমার বাবা এক টাকাও রেখে যান নাই আমাদের জন্য। আর আমিও পরিবারের কেউ জানতো না, ওইযে পত্রিকায় উইঠা গেছে হলফনামায় বাড়ি-ঘর-সম্পদ ব্যাংকের কাছে বন্ধক রাখছি। পরে আমার উপর কেউ রাগ করে নাই। আমি বলছি চুরি করে হারাম খাবো না। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
শুক্রবার (৫ এপ্রিল) গোগনগরে আয়েশা আলমাছ মাদ্রাসা শুভ উদ্বোধন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন আলমাছ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলমাছ আলী,
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, গোগনগর ইউপির চেয়ারম্যান ফজর আলী, আলীরটেক ইউপির চেয়ারম্যান জাকির হোসেনসহ প্রমুখ।