সারাদেশ

আমি আশাবাদী দল আমাকে মনোয়ন দেবে: শাহ আলম

২০১৮ সালের মতো এবারও মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম। তিনি বলেন, আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেটা ফয়সালা করবেন আমি সোটা মেনে নেবো।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে ফতুল্লায় তার বাসভবনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

শাহ আলম বলেন, আমি কখনো কোনো নেতা-কর্মীকে ছেড়ে যাইনি। যেসব নেতা-কর্মীর হামলা, মামলা বা গুমের ঘটনা হয়েছে তাদের পাশে থেকেছি। আর্থিক ও আইনগত সহায়তা করেছি ও পরিবারের পাশে দাঁড়িয়েছি। এসবের কারণে আমার বিরুদ্ধে ২৪টি মামলা হয়েছিলো। আমার উপর কি জুলুম করা হয়েছিলো তা আপনারা জানেন। সব উপেক্ষা করে দল ও দলের নেতাকর্মীদের আগলে রেখেছি।

বিএনপি থেকে পদত্যাগের বিষয়ে বিএনপির এ নেতা বলেন, দলের নির্দেশ ছিলো এক নেতার এক পদ। আমি দীর্ঘদিন ফতুল্লা থানার সভাপতি ছিলাম। আমি পদ ধরে রাখার লোক না। আমি চেয়েছিলাম নতুন নেতৃত্ব তৈরি হোক। আমি এখন শুধু কেন্দ্রীয় কমিটির পদে আছি।

তিনি আরও বলেন, আমি কখনো থানায় ফোন দিয়ে তদবির করি নাই। কেউ বলতে পারবে না আমি কাউকে মিথ্যা মামলা দিয়ে অপবাদ দিয়েছি। আমি কখনো চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদকব্যবসা কিংবা সন্ত্রাসকে প্রশ্রয় দেইনি। আমার কোনো পিএস, প্রাইভেট সেক্রেটারি বা সিকিউরিটি নেই; আমার কাছে আসতে হলে লোক ধরে আনার প্রয়োজন নেই।

এমপি নির্বাচিত হলে ফতুল্লাবাসীর জন্য কি করবেন সে বিষয়েও পরিষ্কার করেন এ নেতা। বলেন, আমি এমপি নির্বাচিত হলে চেষ্টা করবো ফতুল্লা ও কুতুবপুরকে নিয়ে একটি থানা ও বাকি ইউনিয়নগুলোকে নিয়ে একটি থানা করতে। আলীরটেক ও গোগনগর বাসীকে বলতে চাই এই দুটি ইউনিয়ন নতুন ভাবে সংযুক্ত হয়েছে। আমি তাদের বিশেষ ভাবে সহযোগীতা করবো। আমি আফিয়া জালাল ফাউন্ডেশন দিয়ে দীর্ঘদিন যাবৎ আমি কাজ করেছি। জলাবদ্ধতার জন্য আমি এই এলাকায় পাম্প করে দিয়েছিলাম। আল্লাহ আমাকে এমপি বানালে আমার প্রধান কাজ হবে ফতুল্লার জলাবদ্ধতা দূর করা ও মাদক  চাঁদাবাজি থেকে এলাকার মানুষদের রক্ষা করা। আমি আখের গোছাতে আসিনি। কেউ বলতে পারবে না কারও একটি টাকা আমার পরিবার লুণ্ঠন করেছে। আমরা সমাজের জন্য দীর্ঘদিন যাবৎ করে আসছি এবং করতে চাই। এজনাই তো আপনারা আমাকে ভালবাসেন।

 

Back to top button