আমার চেয়ে ভালো কাজ ফতুল্লাতে কেউ করতে পারবে না: রনি

বিএনপি যেটা চায় সেটা আমি করেছি। জনগণের কাছে যাওয়া ও ভালোবাসার চেষ্টা করেছি। প্রার্থী যোগ্যতায় বিএনপি যে তিনটি অপশন দিয়েছে তা আমার মধ্যে রয়েছে। দল আমাকে যতটুকু দায়িত্ব দিয়েছে তার থেকে বেশি করেছি। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে এমন কোনো কাজ করি নাই। নমিনেশন দেওয়ার দায়িত্ব হাই কমান্ডের। আমি আশাবাদী, আমার চেয়ে ভালো কাজ ফতুল্লাতে কেউ করতে পারবে না। অতীতে যারা ছিলেন তাদের থেকে ভালো কাজ আমি ফতুল্লাবাসীকে দিতে পারবো।
রনি আরও বলেন, দল যদি আমাকে মনোনিত করে এবং আমি নির্বাচিত হই তাহলে আমি সর্বপ্রথম কাজ করবো কিশোর গ্যা ও মাদক নিয়ে। আমি এটাকে জিরো টলারেন্স করে দিবো। জলাবদ্ধতা ও চিকিৎসা নিয়ে কাজ করবো। শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনবো এবং বেকার যুবকদের চাকরির ব্যবস্থায় আনবো। এরপর সামাজিক যত কাজ আছে ধারাবাহিকভাবে আমি করে যাবো।
রোববার (২৮ সেপ্টেম্বর) একটি বেসরকারি টেলিভিশনের টক-শোতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এসব কথা বলেন।