সারাদেশ

আপনাদের মাঝে সব সময় থাকবো: রনি

বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাদা ছড়ি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) চাষাড়া শহীদ মিনারে শতাধিক অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। 

প্রধান অতিথির বক্তব্যে রনি বলেন, তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। আমি আপনাদের মাঝে সব সময় থাকবো। অন্ধ কল্যাণ সমিতি যেকোন বিষয়ে আমার সাথে পরামর্শ করবেন, আমি সেটা বাস্তবায়ন করবো।

এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোএকট এস এম গালিব, মো. শহীদুল্লাহ, আমির হোসেন বুলু, মাঈনউদ্দিন মিয়া ও জাহাঙ্গীর আলম সহ প্রমুখ। 

Leave a Reply

Back to top button