আদালতে মারধর শ্লীলতাহানি: সাখাওয়াতসহ আসামী ২১

নারায়ণগঞ্জ আদালতে সন্তানের সামনে মা-বাবাকে মারধরের ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৯ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ১২ জনকে।
মঙ্গলবার রাতে মামলার বাদী রাজিয়া সুলতানা এই মামলাটি দায়ের করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুপুরে মামলাটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে।
মামলার আসামি করা হয়েছে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান (৫০), ইসমাইল (৪৬), হিরন (৩৮), শাহ আলম (৪৮), সাত্তার সরকারের ছেলে টিটু (৫০) এবং রাসেল ব্যাপারি (৩৫)কে।
মামলার বাদী রাজিয়া সুলতানা বলেন, আজ থানা থেকে আমাকে জানানো হয়েছে মামলাটি নেওয়া হয়েছে। আমরা কপিও পেয়েছি, তবে কপিতে সাখাওয়াতের নামটি ঘোলা করে দেওয়া।
প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনে মামলার শুনানিতে যাওয়ার সময় রাজিয়া সুলতানা নামের এক নারী, তার স্বামী ও সন্তানদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় রাজিয়া সুলতানা (৩৮) তার স্বামী মো. ইরফান মিয়া (৫০) ও দুই ছেলে জিদান (১৮) এবং আব্দুল্লাহ (৫) আহত হন।
রাজিয়া সুলতানার অভিযোগ, তার স্বামী ইরফান মিয়া ব্যবসায়ী ইসমাইলের কাছে ২৫ লাখ টাকার পাওনা দাবি করায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই টাকা না দেওয়ায় ইসমাইল তাদের হুমকি দিতে থাকে। এ ঘটনায় আগে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছিল, যেখানে আসামিপক্ষের হয়ে মামলা লড়ছেন বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
রাজিয়া সুলতানার দাবি, প্রথমে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় এবং অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নাম বাদ দিতে বলে। তবে তিনি রাজি না হওয়ায় দীর্ঘ অনশনের পর মঙ্গলবার রাতে পুলিশ মামলাটি গ্রহণ করে।
 
 

