আড়াইহাজারে ৩ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

আড়াইহাজারে ভেজালবিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোপালদী পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন।
অভিযানে রামচন্দ্রদী এলাকার টেনস্টার বেকারিকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রুটি, বিস্কুটসহ বিভিন্ন খাবার উৎপাদনের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা, মানিকপুর এলাকায় জিয়াউর রহমানের মালিকানাধীন রয়েল কনজুমার প্রোডাক্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা ও উলুকান্দি পশ্চিমপাড়া এলাকায় দেলোয়ার মিয়ার মালিকানাধীন নিউ বনফুল বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আড়াইহাজার থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।