সারাদেশ

আড়াইহাজারে বৃদ্ধাকে গলা কেটে হত্যা মামলায় কিশোর গ্রেফতার

আড়াইহাজারে বৃদ্ধা শারুনী বেগমকে (৭০) গলা কেটে হত্যা মামলায় জড়িত ১৬ বছর বয়রে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপ্তারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে আড়াইহাজার দুপ্তারা ইউনিয়নের জাহাঙ্গীর টেক্সটাইল শ্রমিকদের মেস পরিচালনার দায়িত্বে থাকা শারুনী বেগমের (৭৫) গলা কাটা লাশ উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম কিশোরের বরাতে জানান, ২০-২২ দিন আগে মেসে টাকা চুরি করতে গিয়ে বৃদ্ধা শারুনী বেগমের কাছে হাতেনাতে ধরা পড়ে সে। পরে মেস ও মিলের শ্রমিকরা মিলে তাকে মারধর করে ছেড়ে দেয়। এই ক্ষোভেই ঘটনার দিন কিশোর দুপুর ১২টার দিকে জাহাঙ্গীর টেক্সাটাইলের পেছন দিক দিয়ে উঠে ছাদে লুকিয়ে থাকে। বিকাল পৌনে ৪টার দিকে রান্নাবান্নার কাজ শেষ করে শারুনী বেগম ছাদে উঠলে পেছন থেকে সে বৃদ্ধা শারুনী বেগমকে জাপটে ধরে ফ্লোরে ফেলে দিয়ে নাকমুখ চেপে ধরে। এতে বৃদ্ধা অচেতন হয়ে পড়লে রান্নাঘর থেকে বঁটি এনে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, শারুনী বেগম হত্যা মামালায় গ্রেফতার ওই কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Back to top button