সারাদেশ

‘আইভী এগুলো কেয়ার করে না’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, সব আন্দোলন আইভী কেন করবে, সব কথা আইভী বলবে? টুকরো টুকরো এসব জিনিস বাদ দিয়ে গভীর এবং কোটি কোটি টাকার সম্পদের দিকগুলো লক্ষ করেন। হাজার হাজার কোটি টাকার সম্পদ হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনারা যারা মেয়র আইভীর ভবন ঘেরাও করছেন তারা শুধু বাহবা নিলেন। আর কিছুই হলো না। ভবন ঘেরাও করাতে আইভীর কিচ্ছু আসে যায় না। আইভী এগুলো কেয়ার করে না।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে হেনা দাসের জন্মশতবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ও জেলা মহিলা পরিষদ উদ্দোগে আয়োজিত হয় জন্মজয়ন্তী। এসময় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন মেয়র আইভী।

সভায় তিনি আরও বলেন, মার্চ মাস আসলেই কিছু কিছু মানুষের মাথা গরম হয়ে যায়। কারণ মার্চ মাসে আমাদের মেধাবী সন্তানকে হত্যা করা হয়েছে। তবে প্রতিবছর লক্ষ্য করবেন এই মার্চ মাস আসলে আমাদের দৃষ্টি অন্য জায়গায় নেওয়ার জন্য নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বা আন্দোলনের মতো বিভিন্ন ধরনের কাজকর্ম করা হয়। এই মাসের আট, দশ তারিখ চলে গেলে আমাদের কদর কমে যায়। যেহেতু মার্চ মাস আসছে আমাদের সন্তানের বিচার চাইতে হবে।

ভবানী শংকর রায়ের সঞ্চালনায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি লক্ষ্মী চক্রবর্তী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি, লেখক ও গবেষক মফিদুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, হেনা দাসের কন্যা ডা. দীপা ইসলাম, দৌহিত্রি প্রকৌশলী নবনীতা ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি এড. জিয়াউল ইসলাম কাজল, মহিলা পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি রীনা আহমেদ ও শিক্ষক সমিতির জেলা প্রতিনিধি এড. হাসিনা পারভিন।

Back to top button