সারাদেশ
অসুস্থ রোজেলের শয্যাপাশে মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিটি লাইফ হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাকে দেখতে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার হাসপাতালে ছুটে গিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
এসময় মামুন মাহমুদ তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। এসময় তার সাথে বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।