সারাদেশ

অসুস্থ বিএনপি নেতা ফজলুল হককে দেখতে বাসায় গেলেন গিয়াসউদ্দিন

দীর্ঘদিন যাবৎ অসুস্থ সোনারগাঁ থানা বিএনপির সাবেক সহ সভাপতি ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হককে দেখতে গেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

শনিবার (১৯ জুলাই) ফজলুল হকের বাসায় যান তিনি। এসময় ফজলুল হকের অসুস্থতা ও চিকিৎসার খোঁজখবর নেন গিয়াসউদ্দিন। 

উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক, সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আশরাফুল আলম আশরাফ প্রধানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button