অল্প সময়ের মধ্যে সকলকে এক মঞ্চে দেখবেন
নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে দলের জন্য থাকবে ঐক্য: গিয়াসউদ্দিন

বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ নিয়ে নারায়ণগঞ্জ-৩ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অতি অল্প সময়ের মধ্যে অবিলম্বে আমাদের সকল প্রার্থীদেরকে দেখবেন এক মঞ্চে। সবাই এক মঞ্চে হয়ে আমরা ধানের শীষের জন্য নির্বাচন করবো। পৃথকভাবে আমাদেরকে আর দেখবেন না আলাদা আলাদা কাজ করছি। নেতৃত্বের জন্য প্রতিযোগিতা থাকবে, কিন্তু দলের জন্য থাকবে ঐক্য।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ৭ নং ওয়ার্ডে নির্বাচনী পথসভায ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
৭ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামান মির্জার পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ-সভাপতি এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, সদস্য শামীম আহমেদ ঢালী, সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, অ্যাডভোকেট হাবিবুর রহমান মাসুম, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম সরল, সাবেক থানা ছাত্রদল সভাপতি একে হিরা, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনিসহ প্রমুখ।