অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৪ লাখ টাকা জরিমানা

ফতুল্লায় তিন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) কুতুবপুর ইউনিয়নের ভূইগড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
অভিযানে রাকি স্পেশাল চানাচুর ফ্যাক্টরির ৩০০ ঘনফুট গ্যাস সংযোগ (বার বার্নার ১৫০, স্টার বার্নার ১৫০), এন-৩-এস ওয়াশিং প্ল্যান্টে ১,২০০ ঘনফুট গ্যাস সংযোগ (৪টি ড্রায়ার) এবং সূচি প্রিমিয়াম বেকারির ২,৮৪৫ ঘনফুট গ্যাস সংযোগ (৪টি ওভেন ১,৮০০, ০১টি টানেল ১,০০০ ও ০১টি স্টার বার্নার ৪৫) বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৩০০ ফুট জিআই পাইপ জব্দ এবং ৪ লাখ ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস চুরি ও অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। পাশাপাশি যারা অবৈধভাবে সংযোগ নিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।