সারাদেশ

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের মমিনুল

বন্দরের ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বক্তারকান্দী এলাকার মৃত আব্দুল মালেক মুন্সির ছেলে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বক্তারকান্দী এলাকায় ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের বিশেষ অভিযানে  তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

মামলার তথ্যসূত্রে জানা গেছে, গত ২২ জুলাই রাত সাড়ে ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের খাবার সরবরাহ করার অপরাধে মমিনুলসহ অন্যান্য আসামিরা বন্দর শাহীমসজিদ এলাকার একটি অটোরিকশা গ্যারেজে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তারা ২৩টি অটোরিকশা, চার্জার এবং একটি টেলিভিশন লুটপাট করে। এ ঘটনায় বন্দর থানায় ১৪(৮)২৪ নং মামলা দায়ের হয়।

Leave a Reply

Back to top button