সারাদেশ

৭ বছর পর ধর্ষণ মামলার রায়, ৩ জনের যাবজ্জীবন

বন্দরে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অপরাধে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বন্দরের হরিবাড়ি এলাকার মৃত আব্দুল মমিনের ছেলে মো. মুন্না ওরফে টুকুন (৩৫), ত্রিবেনী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৪৩) ও বিবি জোড়া পূর্বপাড়া এলাকার ওমর খাঁর ছেলে ফারুক (৩৫)।

এর সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ।

পিপি রকিব বলেন, ২০১৭ সালে বন্দরে এক নারীকে ধর্ষণের পর হত্যার মামলায় ৩ আসামি দোষী সাব্যস্ত হয়েছে। তাদের বিজ্ঞ আদালত যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তাসহ ৬ জন সাক্ষ্য দিয়েছেন বলেও জানান পিপি।

Back to top button