সারাদেশ

৫ শতাধিক মানুষকে চক্ষু সেবা দিল যুবদল নেতা জোসেফ

নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর এলাকায় মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের উদ্যোগে দিনব্যাপী অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে বৈরী আবহাওয়ার মধ্যেই গোগনগর বড় মসজিদ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সহিতুন নেছা চক্ষু হাসপাতাল (রফিক শাহনাজ ফাউন্ডেশন এর প্রকল্প) এর সার্বিক পরিচালনায় ডা. সৈকত কুমার দাসের তত্বাবধানে ও মহানগর যুবদল নেতা মাহমুদুল হাসান মাসুমের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি মাজহারুল ইসলাম জোসেফ।  এ সময় উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

গোগনগর বড় মসজিদ এলাকায় সকাল থেকেই ভীড় করতে থাকেন চিকিৎসা নিতে আসা অসহায় মানুষেরা। পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে চোখের পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসক দল রোগীদের চোখের নানা সমস্যা নির্ণয় করে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরামর্শ দেন।

এসময় জোসেফ বলেন, বিগত সরকারের ব্যর্থতায় সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত ছিলো। এ অবস্থায় মহানগর যুবদল জনগণের পাশে থেকে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা চাই জনগণ যেন সুস্থ থাকে, সচেতন থাকে এবং নিজেদের অধিকার সম্পর্কে জাগ্রত হয়।

তিনি আরও বলেন, ‘চোখের আলো যেমন জীবনের আলো” তেমনি জনগণের সচেতনতা গণতন্ত্রের আলো। আমরা বিশ্বাস করি, জনগণের কল্যাণে কাজ করাই আমাদের রাজনৈতিক দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে সমাজের নিম্নবিত্ত মানুষের পাশে আমরা আছি। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

পরিশেষে তিনি এই এই চক্ষু শিবির সফল করার জন্য সহিতুন নেছা চক্ষু হাসপাতাল সহ সকল সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা পোষণ করেন।

Leave a Reply

Back to top button