৫ দফা দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুম্মা শহরের মিশনপাড়া মোড় থেক মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিল নবাব সলিমুল্লাহ সড়ক ধরে শহরের প্রধান সড়কগুলোতে পদক্ষিণ করে।
নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, মুহাম্মদ জাকির হোসাইন, মাওলানা ওমর ফারুক, সাঈদ তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুজিবুর রহমান মিয়াজি, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি হাফেজ আবদুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।