৫ আগস্ট সোনারগাঁয়ে বিএনপির বিজয় মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষ্যে ৫ আগস্ট সোনারগাঁয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। সোনারগাঁ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিকেল ৩ টায় মোগরাপাড়া চৌরাস্তা আফিয়া সিএনজি পাম্পের সামনে থেকে মিছিল বের হবে।
রোববার (৩ আগষ্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু।
দিপু বলেন, ২৪শের গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনের ১ বছর পূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ৫ আগস্ট বিকেল ৩ টার সময় মোগরাপাড়া চৌরাস্তা আফিয়া সিএনজি পাম্পের সামনে সোনারগাঁ উপজেলা বিএনপি, সোনারগাঁ পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠন এর উদ্যোগে বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।